কিভাবে ব্লগ সাইট বানাব(atoz) ব্লগ তৈরি করার নিয়ম।

ব্লগ সাইট বানানোর আগে আমাদের জানতে হবে এই ব্লগ মানে কী? আসলে ব্লগ হচ্ছে একপ্রকার ওয়েবসাইট যেটা সবকিছু আপনার অধিকার থাকবে সঙ্গে আপনি পয়সা ইনকাম ও করতে পারবেন।

আবার, এটা আলাদা সোশ্যাল মিডিয়ার থেকে যেটার দায়িত্ব আপনার কাছে,এবং এটা সোশ্যাল মিডিয়ার মতো যেখান আপনি আপনার মতামত রাখতে পারবেন নিৃদ্বিয়া,প্রত্যেক সোশ্যাল মিডিয়ার একটি নিদৃষ্ট নিয়ম বা কানুন আছে যেটা ব্যাবহার কারীর উপর চাপানো হয় কিন্ত, ব্লগ টি সম্পূর্ণ আপনার।
কিভাবে ব্লগ সাইট বানাব(atoz) ব্লগ তৈরি করার নিয়ম।
কিভাবে ব্লগ সাইট বানাব(atoz) ব্লগ তৈরি করার নিয়ম।


ব্লগ সাধরণত দুই রকম ভাবে বানানো যায় একটি-
#1 ফ্রি ব্লগ
#2 পেইড ব্লগ

প্রথমেই বলোনি আজ আমরা জানবো কিভাবে একটি ফ্রি ব্লগ বানাবো এবং পরের কোনো আরটিকেল জানবো কিভাবে একটি পেইড ব্লগ বানাতে হয়।


কিভাবে ব্লগ সাইট বানাব-
আপনাকে ব্লগ বানাতো হলে প্রথমে আপনাকে ঠিক করতে হবে কোন প্ল্যাটফর্মএ আপনি ব্লগ বানাবেন।

এখন অনেকই প্লাটফরম আছে যেখানে আপনি ব্লগ বানাতেন পারবেন।

1.ব্লগস্পট

এটি একটি গুগলের প্রোডাক্ট তাই আমার কাছে এটাই বেস্ট।

2.ওয়ার্ডপ্রেস

সাধারণত ওয়ার্ডপ্রেস দুই রকমের একটি
 2.1 wordpress.org আর একটি
2.2 wordpress.com আমরা সাধরণত ফ্রি এ wordpress.com টি ব্যাবহার করি।


3,টুম্বলার,

এটি একটি স্বাধীন প্লাটফরম যেখনে আপনি আপনার মতামত রাখতে পারবেন,এই প্লাটফরম টি মাইক্রোনিচ ব্লগের জন্য খুবি ভালো।
আরো অনেক।।


আরোও পড়ুন- এফিলিয়েট মার্কেটিং কি ? এফিলিয়েট মার্কেটিং a to z গাইড।

___________________________________


কিন্তু আজ আমরা শুধু মাত্র জানবো কিভাবে একটি ফ্রি ব্লগ গুগল ব্লগস্পট এ বানাবো।


1প্রথম ধাপ।



এটার আগে আপনার প্রয়োজন একটি gmail একাউন্ট যা আজ প্রত্যেক লোকের কাছে পাও যাই। সবার আগে আপনার gmail একাউন্ট বানিয়ে নিন যদি না থাকে,যদি এটি থাকে তাহলে আরো ভালো।


2দ্বিতীয় ধাপ।


আপনার মোবাইল বা ডেস্কটপ এ সার্চ করুন blogger. com এবং ওখানে blogger. com প্রবেশ করার পর আপনাকে একটি নতুন ব্লগ তৈরি করার জন্য আবেদন করুন।


3তৃতীয় ধাপ।

এখনই আপনার ব্লগের নাম ঠিক করার সময় যে নাম টি দিবেন শেঠি যেন uniqe হয় ও সহজ খোজ যায়, আমার ছবি টি লক্ষ করলেই বুজতে পারবেন,কোথায় আমি কি বসিয়েছি।

কিভাবে ব্লগ সাইট বানাব(atoz) ব্লগ তৈরি করার নিয়ম।



4চতুর্থ ধাপ।

আপনার ব্লগর ড্যাশবোর্ড এ আসুন এবং setting>basic এ যান এবং আমি বলছি মন দিয়ে সেট করুন।

4.1-title

আপনার ব্লগের শর্ট টাইটেল দিতে পারেন এখনো।


4.2-description

এখনো আপনি ব্লগের একটি ডেসক্রিপশন দিতে পারেন 500 ওয়ার্ডের

যেমন আপনি হেল্থ সসমন্ধিত ব্লগ করছেন তাহলে- best helth trips,best health adivce in bangla, and your health solution in bangla ইত্যাদি।


4.3-Privacy.

এখনই আপনাকে এখনো গিয়ে সবকটা no কে yes করে দিন , তার মানে আপনি আপনার ব্লগ কে সার্চ ইঞ্জিন এ দেখাতে চাই চেন।।


5পঞ্চম ধাপ

একটি ধাপ টি আপনার ব্লগের জন্য খুব, খুব গুরুত্বপূর্ণ নাহলে আপনি আপনার ব্লগ র্যাংক করতে পারবেন না।

আবার ব্লগের ড্যাশবোর্ডে যান তারপর
Settings>Search preference
তারপর এখনো একটি এই রকমের বাক্স দেকতে পাবেন
কিভাবে ব্লগ সাইট বানাব(atoz) ব্লগ তৈরি করার নিয়ম।


তার পর আপনকে প্রথম ডেসক্রিপশন বাক্স এ ডিসবেল টা কে এনাবল করেদিন এবং 150 ওয়ার্ডের মধ্যে আপনার ব্লগ সমন্দিত কিছু লিখন,আর পর আসছে।

5.1custom robot.txt

এই ঘরটার ভিতর যান এবং এই কোড টি পেস্ট করুন|

##অবশ্যি মনে রাখবেন যখন কোড টি বসবেন তখন নিচের সাইটম্যাপ এ আপনার ব্লগের নাম টা বসবেন।

___________________________________
User-agent: Mediapartners-Google

Disallow:

User-agent: *
Disallow: /search
Disallow: /tags/
Disallow: /category/

Allow: /
Sitemap: https://yourblog.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=150

__________________________________

5.2 custom headers tag

যদি আপনার ব্লগের এই অপশন টি বন্ধ থাকে তাহলে এটাকেও on করে নিন এবং নিচের দেয়া সেটটিং টি করে নিন বা ছবি টি দেকুন

কিভাবে ব্লগ সাইট বানাব(atoz) ব্লগ তৈরি করার নিয়ম।

5.2.1 Homepage

এখনো প্রথমে ALLএবং NOODP গিয়ে ঠিক দিন।


5.2.2 Archives and search pages

এখনো যাবেন এবং noindex ও noodp তো ঠিক দেবেন।

5.2.3 Default for post and pages

ঠিক এখনো প্রথমের মতো একি ভাবে ALLএবং NOODP গিয়ে ঠিক দিন।

তার পর সেভ করে দিন।



____________________________________________



আমার শেষ কথা

যদি আপনি এই সব করার পরও আপনার ব্লগ টিকে সার্চ এ আনতে পারছেন না তাহলে এটার জন্য সাইটম্যাপ পাঠাতে হবে গুগল সার্চ কনসোল এ তাই আমাদের পরের পোস্ট টি হবে কিভাবে সার্চ কনসোল সেটটি করা যায়।


যদি ভালোলাগে তাহলে comment করে জানান আমাদের এবং share করুন আপনাদের বন্ধু ও ফ্যামিলির সাথে।



Load comments