এফিলিয়েট মার্কেটিং কি ? এফিলিয়েট মার্কেটিং a to z গাইড।

এফিলিয়েট মার্কেটিং কি ? What is affiliate marketing?

একটি বিশ্বাস্য ও তাৎপর্য পূর্ণ  পয়সা উপার্জনের উপায়,এবং একটি পপুলার যদি আপনিও ভাবছেন এফিলিয়েট মার্কেটিং শুরু করার কথা তাহলে এই গাইড টি আপনার জন্য।


আজ পৃথিবীতে অনেক ব্লগার ও অনলাইন ইনফ্লুয়েন্সের এই এফিলিয়েট মার্কেটিং করে মাসে হাজার থেকে লক্ষ টাকা উপার্জন করছে।

কিন্তু এটার ব্যাপারে খুব কম a to z তথ্য পাওয়া যায় যেটা আপনি ব্যাবহার করতে পারবেন।

অনেক এফিলিয়েট প্রোগ্রাম মার্কেটে আছে কিন্তু আপনার জন্য কোনটি বেস্ট এবং কোনটি আপনার জন্য নয় আজ আমি এখনেই সব কিছু বলবো।


আর বেশি কথা না বলে চলুন শুরু করি প্রধান প্রসঙ্গ টি।
এফিলিয়েট-মার্কেটিং-কি
affiliate marketing a to z guide.


এফিলিয়েট মার্কেটিং ? affiliate marketing?


এফিলিয়েট একটি বিশ্বাস যোগ্য উপায় যেখান আপনি কিছু কমিশন লাভ করেন,কিছু প্রোডাক্ট বিক্রি মাধ্যমে যেটি একটি অন্য কোনো কোম্পানি বা সংঘঠনের।

ধরুন আপনি A এবং আপনার অডিয়েন্স B,আর আপনি C কোম্পানির প্রোডাক্ট প্রমোট করছেন, তাহলে আপনি A কমিশন পাবেন C= কোম্পানির থেকে ,B কে সেই প্রোডাক্ট বা পণ্য বিক্রির মাধমে।

অনেক নতুন ব্লগার এই ভুল টা করেন তারা যেই কোম্পানির প্রোডাক্ট প্রমোট করছেন সেটা ব্যাবহার বা চেক না করে সেটা প্রমোট করতে শুরু করেন।

তাই তারা জানেন না কোন ধরণের আপনার অডিয়েন্স এবং আপনি কি প্রোডাক্ট তাদের সাজেস্ট করছেন এটাই তাদের এফিলিয়েট মার্কেটিং আর ফেল হবার কারণ।

ধরুন,আপনার টার্গেট অডিয়েন্স চাইছে কিছু জামা-প্যান্ট বা টিশার্ট কিনতে ইচ্ছুক কিন্ত আপনি তাদের কিছু ইলেকট্রিক পণ্য দেখাছেন তাই যেটা তারা কখনোই কিনতে প্রস্তুত না।

সব কিছুর আগে আপনার টার্গেট অডিয়েন্সর intent বা উদ্দেশ্য জানানাটা প্রয়োজন তবেই আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবং এফিলিয়েট কমিশন লাভ করতেবেন।


তিনটে জিনিস এখানে আসে-

1.কোম্পনি (vendor)


এটা যে কোনো কোম্পানি হতে পারে বা যেকোনো একজনের কোম্পানিও হতে পারে,যে এই পণ্য গুলি তৈরি করছে বাজারে আনার জন্য।


2.বিক্রেতা (affiliate)


যিনি এই প্রোডাক্ট গুলি মার্কেটিং করছেন তারা বিভিন্ন ধরণের উপায়ে,সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছে দেবার জন্য।

3.ক্রেতা (consumer)


ক্রেতা যারা এই সমস্ত প্রসেস টাকে সচল রাখে কেনা কাটার মাধমে যদি ক্রেতা না থাকে তাহলে উপরের একটিও থাকবে না।






কোন জিনিস টি আগে জানতে হবে এফিলিয়েট মার্কেটিং শুরু আগে ? (what to know before start affiliate marketing)


সবার প্রথম আগে আমাদের জানতে হবে কি কারণে কোনো কোম্পানি এফিলিয়েট প্রোগ্রাম শুরু করে।কারণ,তাদের প্রোডাক্ট বা পণ্য বিক্রি বাড়ানোর উদ্দেশ্য।

তাহলে এফিলিয়েট প্রমোশন একটি কোম্পানিকে long term আশা জনক ফল প্রদান করে।

কোনো প্রোডাক্ট প্রমোট করার আগে আমাদের জানতে হবে প্রোডাক্ট কমিশন মার্জিন।

ফল সরূপ আপনি একটি পণ্য প্রমোট করছেন যেটার দাম 1000 টাকা তাহলে যদি কোম্পানি এটার 10% কমিশন আপনাকে দেয় তাহলে 100 টাকা।






কিভাবে এফিলিয়েট মার্কেটিং  শুরু করবো ? How to start affiliate marketing ?


যদি আপনি মনে করেন তাহলে এটা আপনার দ্বারা সম্ভব যেকোন ভাবে কিন্তু একটা জিনিস আপনাদের প্রয়োজন একটি ফ্যান বসে অডিয়েন্স বা ব্লগ বা টার্গেট অডিয়েন্স।

যদি আপনি মনে করেন আপনার জন্য ব্লগ সবথেকে সুবিধা হবে তাহলে আপন এটার সাথেই যেতে পারেন, তার জন্য আপনার একটি ব্লগ প্রয়োজন।

আপনার পছন্দের ব্লগ নিচের মাধ্যমে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন কিন্তু  তার জন্য আপনার কনটেন্ট হওয়া চাই ওয়ার্ল্ড ক্লাস বা top-notch যেটা মানুষ কে বাধ্য করাবে আপনার কাছ থেকে পণ্য কেনার জন্য।


আপনি চাইছেন একটি হেল্থ বা স্পোর্টস সংযুক্ত ব্লগ বানাতে কিন্তু কিভাবে এফিলিয়েট প্রোগ্রাম খুঁজবেন তার উপায় হচ্ছে (health+affiliate program)(Sports+affiliate program) সার্চ করবেন এবং ততক্ষনাত আপনাকে গুগল এফিলিয়েট প্রোগ্রাম দেখাবে।







কতো পয়সা আপনি আর্ন করতে পারবেন এফিলিয়েট মার্কেটিংর মাধ্যমে?
How much can you earn from affiliate marketing.?


এটা বলা খুবই অসম্ভব কারণ আপনি যতটা পরিমান কাজ করবেন ততটাই উপার্জন করবেন।

তবে এটা আমার আর বলার নেই এখনো আপনি unlimited ইনকাম করতে পারবেন যদি এফিলিয়েট মার্কেটিং ঠিক করে শিখে নেন।




কত ট্রাফিক আপনার প্রয়োজন ও কিভাবে একটি এফিলিয়েট মার্কেটিংর কমিশন হিসাব করবেন? How much traffic do you need and how to calculate the affiliate sell?

হিসাব
আপনি হয়তো ভাবছেন আপনার কয়েক লক্ষ ট্রাফিক প্রয়োজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য তাহলে সেটা ভুল সম্পূর্ণ।

যদি আপনার 10 জন ট্রাফিক কাস্টমার আপনার প্রোডাক্ট কেনে তাহলে সেখানেই ভালো করে আপনি আর্ন করতে পারবেন নিচের হিসাব টি দেখে নিন।

এফিলিয়েট কমিশন- $50
সার্চ ভলিউম-1000/mont
গুগলের প্রথম পজিসন CTR-60%(600)
কনভার্সন-2%(12 সেল)
ইনকাম-$600/mont




কিছু পপুলর এফিলিয়েট প্রোগ্রামের নাম?
Best affiliate program names.?


যদি আপনি এফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনার অবশ্যই কিছু বিখ্যাত এই বিখ্যাত এফিলিয়েট পোগ্রাম আর নাম জানা দরকার।

1,আমাজান us

একটি সত্যি পপলুর নাম এই এফিলিয়েট মার্কেটিং এর দুনিয়ায় যারা এখনো জানান না তাদের বলছি আমাজান us একটি আমেরিকান ecommerce কোম্পানি যাদের এফিলিয়েট গোটা পৃথিবীতে এটি খুব প্রোচলিত।
এটার মাধমে আজ মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে।

2,আমাজন in

আমাজান in যেটা আমাজান us এর একটি সিস্টার ভার্সন যা ইন্ডিয়াতে মার্কেট শুরু করছে তাদের ecommerce এর এটাও একটি প্রোচলিত এফিলিয়েট প্রোগ্রাম।


3,ফিলিকার্ট এফিলিয়েট

ফ্লিপকার্ট এটা একটি ভারতের সবচেয়ে বড়ো ecommerce কম্পানী তাদেরও এফিলিয়েট প্রোগ্রাম টি খুব পপলুর আপনি এটি ব্যবহার করতে পারেন।

5,cj affiliate

কমিশন জঙ্গসন এফিলিয়েট টি একটি পরিচিত নাম এবং একটি স্বাধীন ব্লগারের জন্য এটা কার্যকর খুবই,কারণ এটার প্রোডাক্ট রেঞ্জ কয়েক হাজার হওয়া আপনি এখন সব ধরণের প্রোডাক্ট পেয়ে যাবেন প্রমোট করার জন্য, এখান থেকে আপনি মাসে $1000 উপার্জন করতে পারবেন।

6,ক্লিক bank

ক্লিক ব্যাঙ্ক আরো একটি উপযুক্ত এফিলিয়েট প্রোগ্রাম এবং ব্লগগিং এর একটি উপযুক্ত সমাধান যেখানে আপনি সংযুক্ত হতে পারবেন।

7,শেয়ার শেল

আপনি যদি না জানেন শেয়ার সেল একটি পপলুর বিশ্ব বিখ্যাত এফিলিয়েট পোগ্রাম যেখান আপনি a to z প্রোডাক্ট রেঞ্জ পেয়ে যাবেন এবং তাদের আপনার ব্লগ বা অন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।




আমার শেষকথা-

যদি আপনার এই এফিলিয়েট মার্কেটিং গাইড টি ভালো লাগে তাহলে অবশ্যই এটি আপনার ব্লগের সাথে এপলাই করুন,আপনার জন্য শুভেচ্ছা রইলো।

আর আপনি যদি এফিলিয়েট মার্কেটিং দুনিয়ায় বাদশা হতে চান তাহলে অডিয়েন্সর উদ্দেশ্য বুজুন আপনার একটি ব্লগ তৈরি করুন।

যদি ভালো লাগে তাহলে এটি শেয়ার করুন আপনার friends and family র সঙ্গে এবং কমেন্ট করে আমাকে জানান।
Load comments