এভারগ্রিন [Evergreen] কনটেন্ট কি ? (কনটেন্ট রাইটিং টিপস) - What Is Evergreen Content In Bangla.

এভারগ্রিন [Evergreen] কনটেন্ট কি ? (কনটেন্ট রাইটিং টিপস) - What Is Evergreen Content In Bangla.
কনটেন্ট রাইটিং টিপস


এভারগ্রিন [Evergreen] কনটেন্ট কি ? (কনটেন্ট রাইটিং টিপস) - What Is Evergreen Content In Bangla.

আপনি কি জানতে চাইছেন এক-একটি ব্লগ কিভাবে এত ট্র্রফিক পায় বেশিই কনটেন্ট না লিখেও সঙ্গে প্রচুর  ব্যাকলিংক, শেয়ার কমেন্টসও পান ইত্যাদিও।


আপনি ভাবছেন কিভাবে ঠিক এই একই রকমের কনটেন্ট লেখা যায় এবং সেই কনটেন্টের মাধ্যমে ট্রাফিক আনা যায় সর্বদা তাহলে এই পোস্টার মাধ্যমে আমি আপনাকে জানাবো এভারগ্রিন কনটেন্ট কোনো এতো গুরুত্ব পূর্ণ আপনার ব্লগের জন্য এবং কিভাবে এটিকে ব্যবহার করবেন।


এভারগ্রিন কনটেন্ট নামটি  দুটি শব্দের হলেও এটা আমার জন্য খুবই কার্য-কারী একটি উপায়, কারণ এই প্রদ্ধতিটি ব্যবহার করে আমি একটি পোস্ট লিখেছিলাম ডিসেম্বরে এবং সেই পোস্টি এখনো আমার ব্লগের ব্যাকবোন বলতে পারেন এবং সব থেকে বেশিই ট্রাফিক এই পোস্টি আনে আমার ব্লগের মধ্যে


নিচের আনলিটিক্স ছবিটি দেখলেই বুজতে পারবেন এই পোস্টি পাবলিশ করার পর পর আমি ভালো মানের ট্রাফিক পেতে শুরু করি কিন্তু ফেব্রয়ারীতে একটু ট্র্রফিক কম আসলেও এটার ট্রাফিক হঠাৎ বাড়তে শুরু করে এবং ৯০% এটার অর্গানিক ট্রাফিক এবং ১০% সোশ্যাল ট্র্রফিক

এভারগ্রিন [Evergreen] কনটেন্ট কি ? (কনটেন্ট রাইটিং টিপস) - What Is Evergreen Content In Bangla.


তাছাড়াও, আমি উপরের দেওয়া পোস্টির কোনো ব্যাকলিংক তৈরি করিনি আজ পর্যন্ত কিন্তু এটার জন্য কিছু ব্যাকলিংক পেয়েছি সঙ্গে প্রধান যে কাজটি করতাম প্রত্যেক মাসে একবার করে পোস্টি আপডেট করতাম নতুন ইনফরমেশন বা তথ্যের সঙ্গে।






এভারগ্রিন [Evergreen] কনটেন্ট কি ? What Is Evergreen Content In Bangla.



এভার গ্রীন কনটেন্ট নামটি  থেকেই পরিষ্কার বোঝাযায় যেটা চিরসবুজ , যেটা সব সময় সবুজ গাছের ক্ষেত্রে আমরা পরিষ্কার বুজতে পারি গাছ কিছু সময় সব পাতা পরেযায় আবার নতুন পাতা তৈরি হয় যেখান মানুষের কিছুই করার নেই।


তেমনি এভারগ্রিন [Evergreen] কনটেন্ট যেটা কখনোই পুরানো বা অউটডেট হয় না কারণ এখানেই বুদ্ধির সঙ্গে আপনাকে নিশ বা টপিক চয়েস করতে হয় আপনার ব্লগের জন্য



এভারগ্রিন কনটেন্ট মানে এটার প্রাসঙ্গিকতা বা ডিমান্ড কখনোই শেষ হয় না  সব সিজেনে বা সব ঋতুতে এটার চাহিদা থাকে কখনো এটার চাহিদা কমলেও আবার আর চাহিদাই নিজেথেকেই বেড়ে যায় যেমন গাছের পাতা ঝড়েযায় আবার নতুন পাতা বেরিয়ে আসে, এভারগ্রীন মানে কখনোই আপনার ব্লগের কনটেন্ট চাহিদা কমবে না।


এখানে বলে রাখা ভালো যখন একটি নিশের মধ্যে কনটেন্ট লিখতে যাচ্ছেন তখন চেস্ট করবেন দুটি বিষয় বস্তু টার্গেট করার ১.এভারগ্রিন টপিকস বা ২.এভারগ্রিন কনটেন্ট লেখার




১.এভারগ্রিন টপিকস। (কনটেন্ট রাইটিং টিপস)

এভারগ্রিন টপিকস বলতে সাধারণতো যেগুলি আমরা বুঝি যেমন ওয়েইট লস বা উইন্ডোস ইনস্টল আবার ক্রিকেট স্কোর ইত্যাদি যেগুলি আপনি দেখবেন বছরের সব সময় মানুষ সার্চ করেন এই টপিক গুলি তাদের সমস্যার সমধান খুঁজতে।

🔘 ওয়েইট লস - প্রথমেই বলি ওয়েইট লস এই টপিকস কোনো দিন পুরানো হয়নি ২০১৯ থেকে এই টপিক টির সার্চ সব থেকে বেশিই খুঁজে চেন।


🔘 উইন্ডোজ ইনস্টল - উইন্ডোস ইনস্টল  বছরের যেকোনো সময় মানুষ সার্চ করেন এই টপিকটি কিভাবে নতুন কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করা যায় তাই এই রকমের কোনো আর্টিকেল টার্গেট করুন হতে পারে এটা Windows7, windows8 বা  windows10 ইত্যাদি। 


🔘 ক্রিকেট স্কোর- ক্রিকেট স্কোর এটা বছরের যে কোনো সময় আপনি দেখবেন মানুষ সার্চ করেন কারণ বছরের যেকোনো যে কোনো রকমের ক্রিকেট খেলা চলে হতে পড়েন টেস্ট ক্রিকেট, আইপিএল, বা টি-টোয়েন্টি ইত্যাদি। 



২.এভারগ্রিন কনটেন্ট। [What Is Evergreen Content In Bangla.]

এভার গ্রীন কনটেন্ট মানে এভার গ্রীন টপিক্স দরকার যেটাকে আমরা বলে থাকি প্যারেন্ট টপিকস যেটার উপর ভিত্তি করে আমাদের কনটেন্ট গুলি রেঙ্ককরবে আসুন এটা নিয়ে আরো কিছু জানা যাক।



🔘 কিভাবে ওয়েইট লস করানো যায় ? - এই কনটেন্ট কোনো দিন অউটডেট হবে না যদি আপনি ঠিক করে পরিচর্চা করেন এটার এবং আপডেট করতে থাকেন নতুন তথ্যের সঙ্গে তাহলে এটা একই ভাবে রেঙ্ক করতে থাকবে


🔘 উইন্ডোস৭ ইনস্টলের পক্রিয়া ?- যদি কেউ কম্পিউটার কেনেন বা কম্পিউটের নতুন উইন্ডোস লাগাতে চান তাহলে প্রথম যেই প্রশ্নটা আসে কিভাবে ইনস্টল করবো যেকোনো রকমের উইন্ডোস অপারেটিং সিস্টেম তাহলে এই রকমের টপিকস কোনো ভয় নেই অউটডেটে হয়ে যাবার।


🔘 টেস্ট খেলার স্কোর ? ক্রিকেট আপনি জানেন এটা কোনো বন্ধ হয়ে যেতে পারে না আমার তো মনে হয় না এই খেলাও কোনো দিন বন্ধ হবেকি সঙ্গে এটার সঙ্গে জুড়ে থাকা খেলার স্কোর সার্চ কোনো দিনও বন্ধ হবেনা




কিভাবে এভারগ্রিন [Evergreen] কনটেন্ট তৈরি করবেন ? [How To Create Evergreen Content In Bangla]


এভারগ্রীন কনটেন্ট বানাতে চাইছেন তাহলে খুবই ভালো কথা কিন্তু এভার গ্রীন কনটেন্ট কথাটির অর্থ যদি এখনো না পরিষ্কার হয় তাহলে আরো একবার বলছি যে সমস্ত কনটেন্ট একবার লেখার পর যতদিন আপনার ব্লগ লাইভ থাকবে এই রকমের কনটেন্ট আপনাকে ট্রাফিক সাপ্লাই করে যাবে যাকে এক কথায় বলা হয় পিলার কনটেন্ট


এই এভারগ্রীন কনটেন্ট বা পিলার কনটেন্ট তৈরি করতে গেলে আপনাকে একটু রিসার্চ করতেই হবে তবে হুম ট্রেন্ডই টপিক কখনোই নেবেন না তাহলে এগুলি একটি সিজেন মাত্র আপনাকে ট্রাফিক দিতে সক্ষম হবে।

এখানে আমরা দুটি টুলস ব্যবহার করে এভারন গ্রীন কনটেন্ট এবং টপিকস খোঁজার চেষ্টা করবো

আমাদের প্র্রথম স্ট্যান্ডার্ড বা মাপদণ্ড হবে সার্চ ভলিউম এবং এবং বছরের কোন সময় এটার ট্রাফিক ভালো থাকে .


❇️ স্টেপ ১: এভারগ্রিন টপিক।

আমরা প্রথমেই কিছু প্যারেন্ট নিশ খুঁজবো যেগুলির অনেক চাইল্ড নিস্ আছে সঙ্গে এগুলি এভারগ্রীন টপিকস হওয়া উচিতও বটে আমি দুটি টপিকস খুঁজেছি যেমন ফ্রিল্যান্সিং ও অনলাইন আয়


এই দুটির অনেক চাইল্ড নিশ আছে যথা ফ্রিল্যান্সিং > ফ্রিল্যান্সিং কি >ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়

আবার অনলাইন আয় > অনলাইন আয়ের উপায় > কিভাবে অনলাইনা টাকা আয় হয়, ইত্যাদি। 

আপনি নিচের ছবিটি দেখলেই বুজবেন এগুলির মাসিক সার্চ ভলিউম ১০০০ থেকে ১০,০০০ মধ্যে তাই এগুলির উপর আপনি একটি ব্লগ বানাতে পারেন

⭐এটা একটি উদাহরণ ছিলো আপনি কিন্তু আপনার মতো করে এভারগ্রিন নিশ বা খুঁজে নিতে পারেন।

এভারগ্রিন [Evergreen] কনটেন্ট কি ? (কনটেন্ট রাইটিং টিপস) - What Is Evergreen Content In Bangla.



 

নিচের ডাটাটি যদি দেখেন তাহলে এটা গুগল ট্রেন্ড থেকে নেয়া বিগত ১ বছরের কোন মাসে কেমন মানুষ কেমন ভাবে  সার্চ করেছিলো ফ্রিল্যান্সিং আর অনলাইন আয় নিয়ে , যদিও ৫০ উপরে গ্রাফ পৌঁছায় তাহলে এটা ধরে নিতে হবে খুবই একটি ভালো দিক।


এভারগ্রিন [Evergreen] কনটেন্ট কি ? (কনটেন্ট রাইটিং টিপস) - What Is Evergreen Content In Bangla.





❇️ স্টেপ ২: এভারগ্রিন কনটেন্ট আইডিয়া ।


এভার গ্রীন কনটেন্ট আইডিয়া আপনি দেখবো ঠিক একই ভাবে যেমন আমরা এভারগ্রিন টপিক খোঁজার চেষ্টা করেছিলাম।


নিচের ছবিটি দেখলেই বুজবেন এগুলির মান্থলি ভলিউম এবং কম্পেটিশোন্ এখানে খুব বড়ো ব্যাপার না কারণ এভারগ্রীন কনটেন্ট আপনার লং টার্ম অ্যাসেট তাই কম্পেটিশোনের জন্য পিছিয়ে আসবেন না এখানে দরকার আপনার সাইলো স্ট্রাকচার ফললো করা। 

এভারগ্রিন [Evergreen] কনটেন্ট কি ? (কনটেন্ট রাইটিং টিপস) - What Is Evergreen Content In Bangla.

Load comments