আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020 : Amazon Affiliate Marketing Niche idea in Bangla.

আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020
আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020 : Amazon Affiliate Marketing Niche idea in Bangla. আমরা এই পর্বে জানার চেষ্টা করবো কিছ বিশিষ্ট প্রদ্ধতি আমজন নিশ আইডিয়া নেবার জন্য একটি সাইট বানানোর।

আপনি জানেন আমাজনের নতুন আপডেট একটি ট্রেন্ডস শুরু করেছে আমাজন এফিলিয়াটে বর্জন এর কারণে সব থেকে প্রভাবিত হেয়েচে ছোটো ওয়েবসাইট ওনার রা কারণ যখন তাদের মান্থলি ইনকাম $৫০০ ছিলো এখন তা এসে $১০০ বা $২০০ বা শুন্য তে এসে দাঁড়িয়েচে তবুও আমরা কিছু নতুন প্রদ্ধতি দেখবো আমজন নিশ সাইট বানানোর।

এবার আসা যাক বাস্তব কথায় আমরা জানি যেমন আমাজান তার কমিশন রেট অভূতপূর্ব ভাবে কমিয়ে দিয়েছে তেমনি আমাজান এফিলিয়াটে খুব প্রতিযোগিতা মূলক হয়ে যাচ্ছে তাই আপনি আমজন এফিলিয়াটের বিকল্প গুলি ট্রাই করতে পারেন।

আমি একমুহূর্ত ভেবে নিলাম আপনি আপনার হোস্টিং এবং ডোমেইন কিনে ব্লগ রেডি করে ছেন সঙ্গে এটাকে সার্চ কনসোলের মধ্যে জমাদিয়ে ছেন ইডেক্স হবার জন্য। 

কোথা থেকে হোস্টিং এবং ডোমেইন কিনবেন তাহলে নেমচিপ বা হোস্টগেটর ট্রাই করতে পারেন।

❌ গুগল ব্লগারে কখনোই আপনার আমজান এফিলিয়াটে ব্লগ তৈরি করবেন না।
✅ ওয়ার্ডপ্রেস সব সময় রেকমেন্ডেড, কারণ সেই ব্লগটি আপনি পরে ফ্লিপিং করতে পারবেন আন্তর্জাতিক বাজারে।

আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020 : Amazon Affiliate Marketing Niche idea in Bangla.

একটি সঠিক আমজন নিশ সঙ্গে কিছু লোও কম্পিটিটিভ কীওয়ার্ড আগে দরকার আপনার ব্লগ স্ট্যান্ড করানোর জন্য তাই আমরা কিছু ফ্রি টুলস যেমন উবারসাজেস্ট এবং গুগল ট্রেন্ডস এবং আরো কিছু টুলস ব্যবহার করে এই কাজটি এক্সসিকিউট করবো।

কীওয়ার্ড রিসার্চ যেমন আমজন ব্লগের জন্য দরকার তেমনি যেকোনো সাইট স্ট্যান্ড করাতে গেলে প্রয়োজন স্ট্রং কীওয়ার্ড রিসার্চ ফাউন্ডেশন বা বেস যেটার উপর ভর করে একটি ব্লগ রেঙ্ক করতে সক্ষম


আজ পৃথিবীর সমস্ত ছোটো থেকে বড়ো ইন্টারনেট মার্কেটার্স বা সিইও স্পেশালিস্ট রা এটাতেই খুব বেশিই জোর দেন তাই কীওয়ার্ড রিসার্চ জানা খুব দরকার

কিন্তু আমরা সরাসরি কম্পেটিটরস রিসার্চ করবো আরো ভালো ফলাফল পাবার জন্য যদি আপনার কোনো নিশ না ঠিক করা থাকে।

  • BestProducts.com
  • BestReviews.com
  • TheWirecutter.com
  • TopTenReviews.com
  • ConsumerReports.com

উপরের এই ব্লগ বা সাইট গুলি সমস্ত রকমের প্রোডাক্ট সঙ্গে আর্টিকেল টার্গেট করে তাই আমরা এবার এদের ওপর একটু নজর দেবো যদি কিছু কাজের নিশ পেতে পারি এগুলি থেকে।

আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020 : Amazon Affiliate Marketing Niche idea in Bangla.

স্টেপ ১-
আপনি উপরের যেকোনো সাইটকে নিয়ে কম্পেটিটর রিসার্চ করতে পারেন যেকোনো ভাবে এবং সব থেকে বেস্ট পার্ট এটাই এই প্রসেস তীর মধ্যে আপনি এমন কিছু নিশ এবং কীওয়ার্ড আইডিয়া সংগ্র করতে পারবেন যেগুলো আপনি ধারণাও করতে পারবেন না।

চলুন  কিছু বেসিক জিনিস দেখে নি বা চোখ বুলিয়ে নি ওয়ের কাটার সম্পকে আমরা এই কীওয়ার্ড রিসার্চটি করার জন্য MOZ একটি টুলস ব্যবহার করেছি।

আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020
আপনারা নিজেই ডেকে পাচ্ছেন আমি Thewirecutter নামক সাইট টিকে টার্গেট করেছি যার ১৩ লক্ষ কীওয়ার্ড রেঙ্ক করছে গুগলের মধ্যে এই মুহূর্তে এবং ৬৪,৪০০ কীওয়ার্ড রেঙ্ক করছে ১ থেকে ৩ নাম্বার পজিশনে এবং ২৩ লক্ষ ৯০০ কীওয়ার্ড রেঙ্ক করছে ৪ থেকে ১০ নাম্বার পজিশনে।

এখানেই দরকার একটু সঠিক ফিল্টারিং প্রসেস যেটির জন্য আপনি প্রচুর কীওয়ার্ড idea সঙ্গে নিশ পেতে পারেন যদি একটু ভুল করেন তাহলে আপনি রেঙ্ক করতে পারবেন না, কারণ এটা মনে রাখবেন এই সাইট টির ডোমেইন অথরিটি ৮৪ তাই যতটা সহজে এই সাইটটি রেঙ্ক করতে সক্ষম আপনার সাইট ততোটা সহজে পারবে না তাই একটু সজাগ থেকে রিসার্চটি সম্পূর্ণ করুন।

আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020
উপরের দেওয়া বক্সটিকে আমরা ক্যালিবার করবো নিজের মতো করে যেমন Display monthly search volume টিকে Single Number থেকে Range এ করলাম সেই সঙ্গে রেঙ্কিং রেট টিকে ১ থেকে ১০ মধ্যে রাখলাম ,ডিফিকাল্টি রেট টাকে আন্ডার ১ থেকে ১০ করলাম মান্থলি সার্চ ভলিউম টিকে যথাক্রমে ০ থেকে ৫০ এ সেট করলাম কারণ যদি এফিলিয়াটে সাইট হয় তাহলে এই সার্চ ভলিউমটি একদম উপযুক্ত।

আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020

এবং আরো কিছু কীওয়ার্ড লিস্ট আমি দিলাম এখানে আপনি চাইলে এই দুটি ছবির মধ্যে যেকোনো একটি থেকে কীওয়ার্ড নিয়ে রিসার্চ শুরু করতে পারেন তবে আমি একটি কীওয়ার্ড নিয়েছি এই ছবিটি থেকে।

Amazon Affiliate Marketing Niche idea in Bangla.


উপরের ফোটোটিতে সহজেই বোঝা যাচ্ছে এই সাইটটির অনেক কীওয়ার্ড রেঙ্ক করছে যেগুলির ডিফিকাল্টি রেট খুব কম তাই আপনিও এখান থেকে মোডিফাই করে বিভিন্ন কীওয়ার্ড টার্গেট করতে পারেন।

স্টেপ ২-
আপনি যেকোনো একটি ব্রড নিশ নিতে পারেন যেমন ডগ  কলার (Dog Collar) এখানে আমার এটিকে টার্গেট করবো তার আগে এটির ট্রেন্ডস চেক করবে কিভাবে চলুন দেখা যাক গুগল ট্রেন্ডসের ব্যবহার।

Amazon Affiliate Marketing Niche idea in Bangla.

গুগল ট্রেন্ডস এ আমরা আমাদের নিশ যোগ করলাম ডগ কলার প্লেস জায়গাটি  ডিফল্ট রাখলাম সঙ্গে লাস্ট ৩০ দিনের ডাটা সেট করলাম সঙ্গে আরো দুটো প্যারামিটার একই রাখলাম যেই রকমের ছিলো।

তবে হুম গ্রাফটি লাস্ট ১ মাসের ডাটা বলছে এই নিশ বা বিষয়টি খুব বেশি জনপ্রিয় কখনো এটা ১০০ পর্যন্ত টাচ করছে এমনিতে ৫০ থেকে ৬৫ পর্যন্ত থাকলেই এটিকে ধরা হয় উপযুক্ত।

আমি চেষ্টা করবো আরো গভীরে যেতে একটি ভালো মানের নিশ খোঁজার জন্য আমরা প্রথমে জানবো কতো রকমের কুকুর আমেরিকাতে পোষ হিসাবে রাখা হয়


আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020

এখানে ৫৫ রকমের প্রজাতি আছে যেগুলি ব্যাবহারিক ভাবে আমেরিকাতে পোষা হয় তাই আমরা এখানে জুড়বো
পিটবুল+ ডগ কলার = পিটবুল ডগ কলার আমরা আরো মডিফায়ার ব্যবহার করবো এর পরের ধাপে এবং একটি প্রফিটেবেল নীল আইডিয়া নেবো।

এছাড়াও উপরে লিস্টে ৫৫ টি সর্বমোট কুকুরের প্রজাতি আছে এখান থেকে আপনি যেকোনো একটি পছন্দ মতো নিয়ে রিসার্চ করতে পারেন পরে এটার উপর কাজ করতে পারেন।
স্টেপ ৩-
এবার আসা যাক আবারও একবার সেই moz রিসার্চ টুলসেএবং রিসার্চ করা যাক আপনার পছন্দের কীওয়ার্ড গুলি যেটা পিক করাচ্ছিলেন।

আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020

আমরা বসিয়ে নিলাম Pitbul Dog Collars এবং  সার্চ মারার আগেই এখনো আবার সেই মোডিফিকেশন দরকার ভলিউম ০ থেকে ১০০ করলাম এবং মান্থলি সার্চ ভলিউম কে সিঙ্গল নম্বর থেকে রেঞ্জ করলাম।

Amazon Affiliate Marketing Niche idea in Bangla.


উপরে অনেক কীওয়ার্ড দেখা যাচ্ছে এবং যাদের মান্থলি ভলিউম খুব কম কিন্তু আমি যেই ট্রিকস টা এখানে খেলবো আমরা সেমী রিলেভেন্ট কীওয়ার্ড গুলো টার্গেট করবো যেগুলো বেশিই টার্গেট হয় না।

Amazon Affiliate Marketing Niche idea in Bangla.
আমরা এখানে সেমী রিলেভেন্ট ,মিড্ সার্চ ভলিউম কীওয়ার্ড গুলো পেয়েছি এবার আমাদের দরকার এই কীওয়ার্ড গুলির লং টেইল ভেরিয়েশন কিন্তু কিভাবে আসুন এবার আমার ব্যবহার করবো AHREAFS KEYWORD GENERATOR TOOL টি। 


আমাজন এফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া 2020
ক্যাপশন যোগ করুন
 
আপনারা নিজেই দেখতে পাচ্ছেন AHREAFS KEYWORD এর KD- কীওয়ার্ড ডিফিকাল্টিজ এখানে খুব কম এবং নাই বললেই চলে আপনারা এখানে দেখতে পারেন। 




Load comments