৭টি গুরুত্বপূণ টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য। 7 must have tools for every youtubers in bangla.


৭টি বেস্ট টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য


৭টি গুরুত্বপূণ টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য। 7 must have tools for every youtubers in bangla.- ইউটিউবে চ্যানেল শুরু করতে যাচ্ছেন তাহলে জানিয়ে শুধু মাত্র ভিডিও ক্রিয়েটিং এবং আপলোডিং করলেই চ্যানেল গ্রও করেনা সঙ্গে আরো কিছু জিনিস মনে রাখতে হয় বা ব্যবহার করতে হয় যার ফলস্বরুপ আপনার চ্যানেল কতো তারা তাড়ি বৃদ্ধি পাচ্ছে থেকে কোথায় দূর্বল সেগুলি সহজে নজর রাখতে পারেন সহজে।
গুরুত্বপূণ

আপনি আপনার বিজনেস কে সহজে আরো দ্রুত পৌঁছে দেবার জন্য একটি YouTube বিজনেস চ্যানেল বা টেস্টিং চ্যানেল করতে পারেন কিন্তু এটা মনে রাখবেন গুগলের পর সব থেকে বেশিই পপুলার এবং সব থেকে বব্যাবহিকৃত একটি প্লাটফ্রম সেই সঙ্গে আপনাকে এখানে আয় করারো সুযোগ দেয়া হয়।


যদি আপনিও আপনার YouTube চ্যানেল গ্রোও করতে সমস্যা হচ্ছে বা অনেক চেস্টার পরেও আপনি কিছু গ্রোথ দেখতে পাচ্ছেন না যেমন সাবস্ক্রাইবার বা লাইক বা ট্রাফিক ভালো ভিডিও তৈরি করার পরেও তাহলে আপনার ভালো ভিডিও তৈরিতে মন না দিয়ে সমস্যা গুলি খোঁজার চেষ্টা করুন এবং সেটাই আমি জানাবো এই ব্লগ পোস্টে।



    

৭টি বেস্ট টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য। 7 must have tools for every youtubers in bangla.







১.মাইক্রোফোন এবং ক্যামেরা। [৭টি গুরুত্বপূণ টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য। 7 must have tools for every youtubers in bangla.]



৭টি গুরুত্বপূণ টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য। 7 must have tools for every youtubers in bangla.
ক্যাপশন যোগ করুন


সব থেকে প্রথমেই যেটা বেশি দরকার একটি ভালো মানের মাইক্রোফোন কারণ একটি ভিডিওর মধ্যে পরিস্কর অডিও কোয়ালিটি  না থাকলে যেমন আপনিও পছন্দ করেননা ভিডিও টি দেখার জন্য তেমন আমিও বা সমস্ত ইউসার ঠিক এই কাজ টি করে থাকেন।


ধরুন আপনার এমন কিছুর উপর একটি চ্যানেল আছে যেখান অডিও কোয়ালিটি বেশিই ম্যাটার করে ভিডিও কোয়ালিটির থেকে যেমন টিউটোরিয়াল বা কিছু প্রোগ্রামিং বা কিছু তথ্য যেখান অডিও কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইস করা উচিত না।


সব থেকে নতুন YouTube আর রা যে সমস্ত ভুল গুলি করে থাকেন একটি YouTube চ্যানেল শুরু করার সময় তার মধ্যে ৬০% ভুল করেন একটি ভালো মানের মাইক্রো ফোনের ব্যবহার না করে।


এবং যেটাই পরবর্তীতে আপনার ভুল গুলির মধ্যে সব থেকে বড়ো ভুল হয়ে দাঁড়ায় কারণ আপনি তখন এমন গুরুত্ব পূর্ণ ভিডিও আপলোড করে ফেলেছেন যেটা আর রিপ্লেস করার মতো এঅবস্থায় থাকবে না কারণ ভিডিও আর মধ্যে দিয়ে যেটা প্রধান পৌঁছায় অপার বার্তা সেটাই যদি পুওর কোয়ালিটি থাকে তাহলে আপনি কোনো দিনও গ্রো করতে পারবেন না।


আপনিও এমন ভাবছেন যেমন আপনার অডিয়েন্স ভাবছে তাহলে আপনি ভুলেযান আপনার ক্যরিয়ারে গ্রও করা কথা এবং যেটা কোনো দিন সম্ভব না আর যদি হয়ে থাকে তাহলে আপনি লাকি কিন্তু এটা আপনার ক্যরিয়ারের একই খুঁটিও বলতে পারেন YouTube এ।


এবার আসাযাক ইউটিউবে ভিডিও শুট করার জন্য আপনার কোনো রকমের ক্যামেরা দরকার তাহলে জানাই আপনি যদি একজন বিগেনার হয়ে থাকেন এবং আমার কনটেন্টটি পড়ছেন তাহলে বলি আপনার মোবাইল ফোনটি যথেষ্ট একটি ভালো মানের ভিডিও কোয়ালিটি দান করার জন্য।

তাছাড়া আপনি যদি চান একটু ইনভেস্ট করতে আপনার ক্যামেরা কেনার জন্য তাহলে এই রিভিউটি দেখুন জানতে পারবেন।

সৃস্টিকে বদলাতে চান দৃষ্টিকে বদলান।




আপনি যদি youtube শুরু করতে যাচ্ছেন তাহলে নিশ্চিত এটা জানবেন এখন কিভাবে ইউটিউবে ভিডিও মানুষ জন দেখছেন এবং এই প্লাটফ্রম টিকে ব্যবহার করে মানুষ প্রচুর অর্থ আয় করছেন যেখান সমস্ত শ্ৰেণীর মানুষ এটার উপর নির্ভর শীল হয়ে পড়ছেন খুব বেশিই।


তাছাড়া আপনি না বড়ো বড়ো কোম্পানি বা ব্র্যান্ড এটাকে হাতিয়ার করে তাদের ম্যাসেজ ছড়িয়ে দিচ্ছেন তাহলে এটা কতটা শক্তিশালী আপনি নিজেই জানেন তাই আপনার দরকার একটি ভালো মানের ভিডিও এডিটিং সফ্টওয়ার।


যখন ভিডিও এডিটিং সফ্টওয়ার  করার কথা আসে তখনি মনে জাগে কোন ধরণের এডিটিং সফ্টওয়ার ব্যবহার করা যায় যেটি সহজে শিখতে পারবেন এবং চালাতে পারবেন তাহলে বলি এমনি একটি যোগ্য সফ্টওয়ার পাওয়া যায় যেটি আপনার যেকোনো রকমের ভিডিও এডিট করার জন্য তৈরি করা হয়েছে এবং ফ্রীতে আপনি এটি ব্যবহার করতে পারবেন।


আপনি জানেন বা আগে দেখেছেন অনেক সফ্টওয়ার মার্কেটে পাওয়া যায় যে গুলি যোগ্য নয় আপনার কাজের জন্য বা কোনো কারণে বিভিন্ন ফিচার আনার জন্য পয়সা চার্জ করে তবে বলবো আমি একবার filmora ব্যবহার করে দেখতে পারেন



৭টি গুরুত্বপূণ টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য। 7 must have tools for every youtubers in bangla.


যারা ভাবছেন কিভাবে ক্যানভা ব্যবহার করবেন এবং কোনো ব্যবহার করবেন তাহলে বলি ক্যানভা আপনার ভিডিও থাম্বনেইল তাছাড়াও বিভিন্ন লেআউট ডিজাইন করতে খুব বেশিই সাহায্য করতে সক্ষম এবং ফ্রিতে আপনি সবরকম কাজ করতে পারেন তাছাড়াও যারা ব্লগিং করেন ক্যানভা কিভাবে আপনাকে সহজ করেন একটি ভালো মানের ছবি তৈরি করতে।

আপনি জানেন একটি প্রোফেসনাল লুকিং ছবি বা design বা গ্রাফিক্স ডিজাইন আজকের দিনে পাওয়া কতটা কঠিন এবং একটি প্রোফেসনাল লুকিং ইমেজ আপনার youtuber কতটা মোরাল বুস্ট করে আপনি এটার সঙ্গে নিস্চিত অবগত।


যদি আপনি নতুন YouTube এ শুরু করেছেন তাহলে আপনি এটা ব্যবহার করে ডেকে পারেন একটি অবিশ্বাসও টুলস হয়ে উঠতে পারে।




৭টি গুরুত্বপূণ টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য। 7 must have tools for every youtubers in bangla.

টিউব বাডি একটি খুবই গুরুপূর্ণ টুলস যারা এখনো পর্যন্ত ইনস্টল করেননি তারা জরুরি ভাবে আটকে ইনস্টল করা নিন আর যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে এটার এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারেন।

এবার আসা যাক কোনো আমি বললাম এটা খুব গুরুত্ব পূর্ণ কারণ আপনি জানতে দেখতে পারবেন কোন ভিডিও গুলি খুব বেশি ওয়ার্ক করছে সঙ্গে বেশিই এক্সপোসার লাভ করেছে।

অনেক সময় আপনি হতে পারে কিছু আগেই ভিডিও আপলোড করতে ইচ্ছা করে কিন্ত আপনি নির্দিষ্ট সময় সীমা মেনে চলেন তাহলে এই টুলসটি আপনার জন্য U turn হয়ে উঠতে পারে সময় এর আগেই আপনি ভিডিও আপলোড করে রেখে আপনি সঠিক সময় পাবলিশ করতে পারবেন এই টুলস টির মাধ্যমে।

আরো একটি বড়ো সুবিধা এটা আপনাকে দেয় আপনার ভিডিও নিয়ে সমস্ত A-Z তথ্য যেমন আপনার কোন ভিডিও কেমন পারফর্ম করছে তার এনাল্যাটিক্স রেঙ্ক ট্র্যাক এর মতো সুবিধা সঙ্গে আপনাকে আপনার প্রতিদ্বন্দীর সঙ্গে তুলনা করতে পারে এই এপপ্স টি সাথে কোথায় যেমন YOUTUBE বা GOOGLE কিভাবে রেঙ্ক করছে তাও এটা বলতে পারে।

এমনকি অনেক ছোটো থেকে বড়ো রকমের সাহায্য আপনি পেতে পারেন যেমন কোথায় ইমপ্রুভমেন্ট দরকার ও এটার সহজে আপনার ভিডিও থাম্বনেইল পর্যন্ত অপ্টিমাইজ করে তুলতে পারবেন।






YouTube ষ্টুডিও একটি অফিসিয়াল এপপ্স মোবাইল এ ব্যবহার করার জন্য শুধু মাত্র ইউটিউব ভিডিও ক্রিয়েটর দর জন্য পাওয়া যায় তাদের চ্যানেল ম্যানেজ সুবিধার্থে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যদি আপনি আপনার চ্যানেল নিয়ে খুব সিরিয়াস হয়ে থাকেন


যদি আপনার সময় নিয়ে সমস্যা থাকে আপনার চ্যানেল মেইনটেইন করা নিয়ে তাহলে আপনি এই এপপ্সটি ইনস্টল করে নিতে পারেন এবং যেকোনো কোনো সময় যে কোনো জায়গা থেকে মেইনটেইন করতে সক্ষম হবেন যেখানে আপনার কম্পিউটার বা লাম্প প্রয়োজন পর্বে না সর্বদা।

সব থেকে বেশিই পছন্দ করি এই এপপ্স টি আমি কারণ এটা আপনাকে রিয়েল টাইম ডাটা দেখাতে সক্ষম সঙ্গে আপনার রেঙ্ক, এনালিটিক্স, কমেন্টস, বা লাইক যেগুলি আপনি ম্যানেজ করতে পারবেন এই এপপ্স টির মাধ্যমে।

তাছাড়াও আপনি নোটিফিকেশন পেতে সক্ষম যদি কিছু আপনার চ্যানেলের সঙ্গে ঘটে এবং আপনি আপনার monetization,থাম্বনেইল বা ট্যাগ্স বা কখন ভিডিও রিলিশ পাবে আপনি সব কিছুই করতে পারবেন এই এপপ্স টির মাধ্যমে।




৭টি গুরুত্বপূণ টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য। 7 must have tools for every youtubers in bangla.

যারা ব্লগ্গিং করেন তারা জানেন লিংক শর্টেন কতটা গুরুত্ব পূর্ণ কারণ অনেক সময় আপনি চাইছেন আপনার কনটেন্ট বিভিন্ন প্লাটফ্রমে শেয়ার করতে কিন্তু যদি একবার আপনার লিংক ব্লক করে দেওয়া হয় তাহলে আপনি আর কোনো দিন সেই প্লাটফ্রমে আর প্রমোট করতে পারবেন না আপনার কনটেন্ট।

সেই একি ভাবে আপনি আপনার YouTube চ্যানেল কে বিভিন্ন জায়গায় প্রমোট করতে চাইছেন তাহলে আপনিও এটা ব্যবহার করতে পারেন এটার আরো একটা সুফল হচ্ছে আপনি বাজে দেখতে লম্বা লিংক গুলি এটার মাধ্যমে ছোটো এবং সুন্দর ভাবে মোডিফাই করা হয়ে থাকে।

আপনি ভাবছেন এটা শুধু YouTube এর তাহলে ভুল আপনি সমস্ত রকমের লিংক শর্ট করতে ব্যবহার করে দেখতে পারেন।




৭টি গুরুত্বপূণ টুলস প্রত্যেক ইউটিউবার দের জন্য। 7 must have tools for every youtubers in bangla.

কীওয়ার্ড টুলস যারা নতুন YOUTUBE শুরু করেছেন তাদের জন্য একটি নতুন উপায় হতে পারে আপনার কম্পেটিটর কে বিট করার জন্য কারণ এই টুলস তীর আপনি না শুনেছেন বা নাও  শুনতে পারেন তাহলে বলি এটা এখানে আপনি কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন আপনার আপকামিং ভিডিওর জন্য।

আপনি যদি এখানে কোনো কীওয়ার্ড খুঁজে বার করে ছেন তাহলে সেটা কিন্তু খুব কার্যকরী হয়ে উঠতে পারে যদি আপনি এটির সঠিক ব্যবহার জানেন যেমন আপনি মেন্ টাইটেলে, ডেসক্রিপশন, বা ট্যাগে ব্যবহার করতে পারবেন।

কেমন করে রিসার্চ করবেন ধরুন আপনি কোনো একটি কান্ট্রি কে আগে টার্গেট করলেন এবং রিসার্চ করলেন সেটি আপনি ব্যবহার করতে পারবেন সঙ্গে শুধু মাত্র YOUTUBE না বিং ,গুগল, AMAZON কীওয়ার্ড ও আপনাকে দেখতে সম্ভব।

যদি আপনি YOUTUBE এ ক্যরিয়ার শুরু করতে চান তাহলে আপনার যেটা দরকার অরিগ্যানিক  ট্রাফিক এবং এটা জেনারেট করতে গেলে আপনার দরকার সঠিক কীওয়ার্ড এবং যেটা জেনারেট করতে সক্ষম এই টুলস টি।




Load comments